শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে সারাদেশে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৪ জুলাই) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল।

এছাড়া গত ২১, ২২ ও ২৩ জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। বুধবার (২৪ জুলাই) সাধারণ ছুটি শেষে অফিস-আদালত খুলে দেওয়ায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না, তা নিয়ে জানতে উদগ্রীব ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সূত্র : জাগো নিউজকে

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD