রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এ কথোপকথনের পর একটি বিবৃতি দিয়েছে রাশিয়া।
বিবৃতি অনুযায়ী জার্মান চ্যান্সেলরের কাছে পুতিন অভিযোগ করেছেন, অবরুদ্ধ মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানায় বেসামরিক লোকদের আটকে রেখেছিল ইউক্রেনীয় সেনারা। কিন্তু এখন তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ওলাফ শলৎজকে পুতিন বলেছেন, রেড ক্রস ও জাতিসংঘের প্রতিনিধিদের অংশগ্রহণে বেসামরিক লোকদের উদ্ধার করা হয়েছে, যাদের মারিউপোলের আজভস্টালের ভেতর আটকে রেখেছিল ইউক্রেনীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
তাছাড়া পুতিন জার্মান চ্যান্সেলরের কাছে অভিযোগ করেছেন ইউক্রেনই শান্তি আলোচনা আটকে রেখেছে। যুদ্ধ বন্ধ করতে এ আলোচনা শুরু করেছিল দুই দেশ।
এ ব্যাপারে পুতিন বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটি কিয়েভ (ইউক্রেন) বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও জানানো হয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন।
সূত্র: সিএনএন