ইতালির অন্যতম পর্যটন নগরী ভেনিসে স্ট্রোক করে মো. দুলাল পাঠান (৫৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। দুলালের মুন্সিগঞ্জ জেলার টঙ্গী বাড়ি উপজেলার কলমা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার ৩ নভেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় ভেনিস এলাকায় কাজে যাওয়ার পথে রোমা বুট স্টেশনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রাখে গেছেন। তার পরিবারের সদস্যরা বাংলাদেশে রয়েছে।
এ বিষয়ে ভেনিস প্রবাসী ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, এভাবে রেমিট্যান্স যোদ্ধারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেশের অর্থনৈতিক শক্তি সচল রাখতে জীবনযুদ্ধ চালিয়ে যান। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং ভেনিস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।