যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মহামারি করোনা। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ভাইরাসটির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশটিতে থাকা কয়েক লাখ আফ্রিকান শরণার্থী। চলমান পরিস্থিতির মধ্যেই দেশটিতে হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট।
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে গেল এপ্রিলের শুরুতে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দিন যতো এগিয়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ততো বাড়ছে। গেল কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে করোনায় মৃতের হার ২০ শতাংশের বেশি।
এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন জানায়, ইয়েমেনে করোনায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে নিজ বাসাতেই। কারণ হিসেবে সংস্থাটি পর্যাপ্ত পরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামের অভাবকে দায়ী করেছে। আর করোনার কারণে দেশটিতে নিজেদের নিরাপদ মনে করছে না প্রায় ৪ লাখ আফ্রিকান শরণার্থী।
করোনা মোকাবিলায় ইয়েমেনে চলতি সপ্তাহেই জাতিসংঘের পাঠানো চিকিৎসা সামগ্রী পৌঁছেছে। স্বেচ্ছাসেবকরা বলছেন, হাতে পাওয়া কিট দিয়ে সপ্তাহে ৫০ হাজার মানুষকে পরীক্ষার আওতায় আনা সম্ভব হবে।
এদিকে, করোনার মধ্যেও থেমে নেই ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন। হাউথিদের সাথে যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পরপরই আবারো দেশটিতে হামলা বেড়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
লাইট নিউজ