শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে হামলা, জানালা ভাঙচুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

চলমান অবরোধ কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় জানালার গ্লাস ভেঙে যায়।

বুধবার (১ নভেম্বর) দুপুরে ১২টার দিকে ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রল বোমার বোতল জব্দ করেছে পুলিশ।

ঈশ্বরদীর লোকোশেড রেলগেটের গেটম্যান শরিফুল ইসলাম বলেন, ১৫-১৬ জনের একদল যুবক লোকোমোটিভ শেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল, পাথর ও ইট ঢিল ছুড়ে মারে। এ সময় দ্রুত ট্রেনটি ঢাকার দিয়ে চলে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী বীরবল মন্ডল বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে অদূরে লোকোশেড অতিক্রম করে। এ সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে জানালার দুটি গ্লাস ভেঙে গেছে।

পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে জানালা ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD