চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি ছাগল একসঙ্গে ছয়টি ছানা জন্ম দিয়েছে। আর এসব ছানা দেখতে আশপাশের এলাকার উৎসুক মানুষ ভিড় করছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে। ছাগলের মালিকের নাম সাদিকুল ইসলাম। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার শ্যামপুরের কয়লাদিয়াড় গ্রামে।
স্থানীয়রা জানান, সাধারণত ছাগল দুটো ছানার জন্ম দেয়, মাঝে মধ্যে তিনটি। একসঙ্গে ছয়টি ছানা জন্ম নিতে দেখে বেশ অবাক হয়েছি।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী বলেন, ‘ছাগলটি সাধারণ ছাগলের মতো নয়। সকালে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে আসলে আমাদের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছাগলটি ছয়টি ছানার জন্ম নেয়। বর্তমানে ছয়টি ছানাই সুস্থ আছে।’