শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির এই মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকরা মঙ্গলবার (১১ জুলাই) থেকে ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করতে পারছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। তা ছাড়া এটি সৌদি ভিশন ২০২৩-এরও একটি অংশ।

খবরে বলা হয়েছে, ওমরাহ করতে প্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন; সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি ডেভেলপ করা হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের বাইরের নাগরিকদেরও ওমরাহর জন্য স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD