হতাশাগ্রস্ত যুবকরা স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। তিন যুবকের নেতৃত্বে গড়ে উঠেছে স্বপ্ন কোম্পানী লিমিটেড। কিন্তু অর্থ কষ্টের কারণে তাদের কোনো অফিস নেই। গ্রামের এক চায়ের দোকানের সামনেই ৯-৫টা অফিস চলে তাদের। তারা বন্ধু হলেও অফিস টাইমে অফিসিয়াল ডেকোরাম মেনটেইন করে।
কখনো মুরগীর ফার্ম, কখনো করোনা ভাইরাসের মুখোশ বিক্রির প্রজেক্টসহ নানা রকম সমসাময়িক ব্যবসা দিয়ে কিভাবে শর্টকার্টে বড়লোক হওয়া যায় প্রতিনিয়ত সেই ধান্ধাই করে তারা। কিন্তু প্রতিটি প্রজেক্টই ফেল করে। না, বাস্তবে নয়। তিন যুবকের শর্টকার্টে বড়লোক হওয়ার স্বপ্ন দেখার এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘স্বপ্ন আড্ডা’।
টিপু আলম মিলনের গল্পের নাট্যরুপ দিয়েছেন আহসান আলমগীর। সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, হোমায়রা হিমু, এ্যানি খান, ম ম মোরশেদ, এভ্রিল, জামিল হোসেন, মিলন ভট্ট, রুমি, রাশেদ মামুন অপু, হিরা, সুজাত শিমুল প্রমুখ।
নাটকটি নিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘ভালো কিছু করতে হলে কমিটমেন্ট জরুরী। এরকম আরো অনেক অসঙ্গতিই তুলে ধরা হয়েছে নাটকটিতে। আমার লিখা বিগত দিনের নাটকের মতো স্বপ্ন আড্ডা নাটকটিও দর্শকপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।’
কিছুদিন বন্ধ থাকার পর বৈশাখী টিভিতে আবারও প্রচার শুরু হয়েছে ধারাবাহিক ‘স্বপ্ন আড্ডা’। নাটকটি প্রচার হবে সপ্তাহে প্রতি মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার রাত ৯টা২০ মিনিটে।