করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে লকডাউন শিথিল করা হয়েছে। ঘরের বাইরে মানুষ দৈনন্দিন কাজে যোগ দিতে শুরু করেছে। এর মাঝেই এক দুঃসংবাদ নিয়ে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তাদের তথ্যমতে, শনিবার থেকে রোববার ২৪ ঘণ্টা সময়ে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে। যা এর আগে কখনো হয়নি।
ডব্লিউএইচও বলছে, শনিবার থেকে রোববার ২৪ ঘণ্টা সময়ে বিশ্বব্যাপী ১ লাখ ৮৩ হাজার ২০ জন মানুষের দেহে নতুন করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মারা গেছে ৪ হাজার ৭৪৩ জন।
এর আগে রেকর্ডটি হয়েছিল ১৮ জুন। সেদিন ২৪ ঘণ্টা সময়ে ১ লাখ ৮১ হাজার ২৩২ জন শনাক্ত করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউনে আটকে থাকা মানুষ এখন বের হতে শুরু করেছে। অনেক স্থানেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চলা হচ্ছে না। এর ফলশ্রুতিতেই বেড়ে গেছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা।
মরণঘাতী এই ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৯০ লাখ মানুষের দেহে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়েছে। কেড়ে নিয়েছে ৪ লাখ ৬১ হাজারের বেশি মানুষের প্রাণ।