ভিটামিন-সি সমৃদ্ধ নানান ফলমূল দিয়ে সাজানো ঝুড়িটি। সঙ্গে একটি শুভেচ্ছা বাণী। যাতে লেখা ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’।‘করোনাকে ভয় নয়, মানসিক শক্তিতে করোনা জয়’।
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের পাকের আলী গ্রামের করোনায় আক্রান্ত ৬০ বছরের বৃদ্ধাকে অনেকটা অবাক করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ।
বৃহস্পতিবার বিকেলে ঝুড়িভর্তি ফলমূল নিয়ে হাজির হলেন ওই বৃদ্ধার বাড়ি। এ সময় ওই বৃদ্ধা যেন খুশিতে ভাষা হারিয়ে ফেলার উপক্রম। বললেন, আমি খুব খুশি হয়েছি স্যার। আমার জন্নি দুয়া করবেন। আমি এখন ভালো আছি’।
জবাবে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘আপনার কোনো ভয় নেই। উপজেলা প্রশাসন আপনার সঙ্গে আছে। কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে দ্বিধা করবেন না।
শুধু পাকের আলী গ্রামের এই বৃদ্ধা নয়। এ উপজেলার করোনায় আক্রান্তদের মানসিকভাবে চাঙ্গা রাখতে ছুঁচে যান তাদের বাড়ি। এ সময় ফলমূল ছাড়াও নগদ অর্থ প্রদান করেন ইউএনও।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘করোনা শনাক্ত হওয়ার পর কেউ যাতে সামাজিকভাবে নির্যাতনের শিকার না হয়, সে ব্যাপারে আমরা সজাগ আছি। নিয়মিত খোঁজ নিচ্ছি- যাতে তারা মানসিকভাবে শক্ত থাকে’।
গত ১৩ জুন বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নের পাকের আলী গ্রামের ৬০ বছর বয়সী ওই বৃদ্ধার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা প্রশাসন নিয়মিত তার খোঁজ-খবর রাখছেন।
লাইট নিউজ