সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৭০ জন মারা গেছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২১ মারা গেছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, মারা যাওয়া ৩৭০ জনের মধ্যে ২৬১ জন ঢাকা সিটি ও বিভাগের বাসিন্দা।
মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ৩৭০ জনের মধ্যে ঢাকা সিটি ও ঢাকা বিভাগে ২৬১ জন রয়েছেন। এদের মধ্যে শুধু রাজধানীতে ১৫০ জন এবং ঢাকা বিভাগে ১১১ জন মারা গেছেন।
তিনি আরও জানান, ঢাকা বিভাগের পরে সবচেয়ে বেশি মারা গেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত ৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে ৬ জন, খুলনা, বরিশাল ও সিলেটে মারা গেছেন ৭ জন।
উল্লেখ্য, দেশে প্রথম করোনার পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি। প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বর্তমানে ঢাকায় ২১টি এবং ঢাকার বাইরে ২১টি মিলে মোট ৪২টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজার ১২১ জন।
লাইটনিউজ/এসআই