দেশ জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ও অনন্য মামুন পরিচালিত ‘নবাব : এলএলবি’ সিনেমার শুটিং। তবে প্রযোজনা প্রতিষ্ঠানটি সিনেমার বাজেট দেড় কোটি টাকায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পৌঁছে দিচ্ছে চিকিৎসকদের কাছে। পাশাপাশি আপৎকালীন সময়ের জন্য নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থাও করেছে। বিষয়টি নিয়ে সেলিব্রেটি প্রোডাকশনের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন জানান, ‘সেলিব্রেটি প্রোডাকশন ‘নবাব : এলএলবি’ সিনেমার টাকা ব্যয় করছে করোনা মোকাবেলায়। পুরো টাকাই আমরা ধাপে ধাপে কাজে লাগাব। শুধু মানুষের মধ্যে খাবার নয়, ডাক্তার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ২৫ হাজার পিপিই দিয়েছি।’ ‘নবাব : এলএলবি’ সিনেমায় অভিনয় করবেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এটির কাজ আবারও শুরু হবে।
লাইট/এএইচ