লাইট নিউজ প্রতিবেদক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পৃথক গেরিলা হামলায় দেশটির সীমান্তরক্ষী বিএসএফের দুই জওয়ান ও পুলিশের এক সদস্য নিহত হয়েছে। দুই জওয়ান হলেন রানা মণ্ডল ও জিয়াউল হক। অন্যদিকে, পুলিশ সদস্যের নাম হলো অনুপ সিং।
জানা যায়, বুধবার সন্ধ্যায় জম্মু-কাশ্মিরের শ্রীনগর থেকে ১৭ কিলোমিটার দূরে গান্দেরবল জেলার পান্ডাচ এলাকায় টহল দিচ্ছিলেন বিএসএফের ওই দুই জওয়ান। এ সময় মোটরসাইকেলে এসে গেরিলারা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা মাটিতে লুটিয়ে পড়ে। এর পর উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তাদের মৃত্যু হয়।
খবরে বলা হয়েছে, হামলার পর গেরিলারা দুই জওয়ানের কাছে থাকা অস্ত্র লুট করে নিয়ে যায়। ৩৭ নম্বর ব্যাটেলিয়ানের ওই জওয়ানরা কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় আজ বৃহস্পতিবার অপর এক গেরিলা হামলায় উল্লিখিত পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ সময় মুহাম্মাদ ইব্রাহিম নামে এক পুলিম সদস্যও গুরুতর আহত হয়। হামলার সময় পুলিশ সদস্যরা টহল দিচ্ছিল জানা গেছে।
লাইট নিউজ