মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কোয়ারেন্টাইনে রয়েছেন। মাহাথির নিজেই বলছেন, আমি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছি।
গত বৃহস্পতিবার তার এক মুখপাত্র বলেন, মাহাথির বর্তমানে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন। মঙ্গলবার তিনি করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করেন। তবে পরীক্ষার ফল প্রকাশে অনিচ্ছার কথা জানান তিনি।
কোয়ারেন্টাইনে থাকার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে মাহাথির মোহাম্মদ বলেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য কঠিন কিছু না। সঙ্কটটির সমাধানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে অবশ্যই ১৪ দিন এ অবস্থায় থাকতে হবে।
স্থানীয় একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, আমি এখন বাড়িতে আছি। বাইরে বের হতে পারছি না। কারও সঙ্গে মুসাফাহা করতে পারি না।
করোনাভাইরাসে আক্রান্ত এক পার্লামেন্ট সদস্যের সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যান তিনি।