রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্র নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

রাজধানীর ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়া এলাকায় দুইতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে মো. আব্দুল্লাহ (১১) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল জানান, আমরা রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের দুলাভাই মো. কাউছারের মুখে জানতে পারি নিহত ডেমরা ডগাইর ইসলামবাগ নতুন পাড়ার একটি দুইতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ওপর থেকে নিচে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

নিহতের দুলাভাই কাওসার জানান, আমার শ্বশুর বাড়ি বরিশাল জেলার পাতারহাট থানার চর মাইশাক গ্রামের মৃত মিজু হাওলাদারের সন্তান বর্তমানে ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD