চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার ফলাফল শেষে এই তথ্য জানা যায়। সর্বশেষ ২৪ ঘন্টায় ৩২ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়।
চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ৩১ জনের করোনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলে একজনের মধ্যে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির আরো জানান, আক্রান্ত ব্যাক্তি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলোশনে রয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৬৭ বছর। তিনি নগরের দামপাড়া এলাকার বাসিন্দা।