লাইট নিউজ প্রতিবেদক : ঝিনাইদহের ৬ উপজেলায় নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদরে ৩, কালীগঞ্জে ৩, শৈলকুপায় ৪, হরিণাকুন্ডুতে ২, কোটচাঁদপুরে ২ ও মহেশপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
তিনি জানান, বুধবার ১১১টি নমুনার রিপোর্টে নতুন করে আরও ১৫ জন করোনায় আক্রান্ত।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় আজ পর্যন্ত ১৭৫৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪৭৮টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে।
লাইট নিউজ/ রাজো