আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে টাইগাররা।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে সিলটে গেছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। বুধবার দুপুরে সিলেটে পা রেখেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
আগামী ১৪ ও ১৬ জুলাই টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।