বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ অপরাহ্ন

দেশে আরো ৩ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার মহাখালীতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ‌্য জানান।

আবুল কালাম আজাদ বলেন, ‘নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।’

গত ২৪ ঘণ্টায় হটলাইনে ২৫ হাজার ৯১৬টি কল এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২ লাখের বেশি কল এসেছে।’

আবুল কালাম আজাদ বলেন, ‘বিদেশ থেকে এলে অবশ‌্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।’

এর আগে, বুধবার পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে আইইডিসিআর। এর মধ্য ৭০ বছর বয়সি একজনের মৃত্যুর খবর জানায় জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD