বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন

নওগাঁয় হোম কোয়ারেন্টাইনে ১০৮৫ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২০

নওগাঁয় কতজন প্রবাসী এসেছেন তার সঠিক হিসাব সিভিল সার্জন অফিসে নেই। এখন পর্যন্ত এ জেলায় ১ হাজার ৮৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ১৪ দিন তাদের বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।

হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে নওগাঁ সদরে ২০৮ জন, রানীনগরে ৯১, আত্রাইয়ে ১৪০, মহাদেবপুরে ১৩৮, মান্দায় ১০০, বদলগাছীতে ১০৬, ধামইরহাটে ৩১, পত্নীতলায় ১৩৩ , নিয়ামতপুরে ৭৫, সাপাহারে ৭০ এবং পোরশায় ৩৪ জন।

এর আগে শনিবার (২১ মার্চ) পর্যন্ত নওগাঁয় হোম কোয়ারেন্টাইনে ছিল ২৪৩ জন। একদিনের ব্যবধানে রোববার তা ৮৪২ জন বেড়েছে।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বলেন, জেলায় প্রবাসীদের ফিরে আসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা যেদিন থেকে তার এলাকায় আসছেন সেদিন থেকে তার হোম কোয়ারেন্টাইন শুরু করা হচ্ছে। বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। তাদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। ১৪ দিনের মধ্যে তাদের শরীরে কোনো উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD