ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মূলত মানুষ থেকে মানুষে ছড়ায়। কোনো বস্তু, মেঝে বা তল (সারফেস) থেকে ছড়ানোর ঝুঁকি কম। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন সেন্টার (সিডিসি) এর নতুন গবেষণায় এমন তথ্য উঠে আসে।
তাদের হাউ কভিড-১৯ স্প্রেডস ওয়েবসাইটে সংস্থাটি জানায়, নভেল করোনাভাইরাস যা কভিড-১৯ রোগের জন্য দায়ী তা একজন মানুষ থেকে অপর মানুষে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে। অন্য কোনো মাধ্যমে খুব সহজে এ ভাইরাস ছড়ায় না।
সিডিসি’র মুখপাত্র ক্রিস্টেন নরডলানড বৃহস্পতিবার এ বিষয়ে বলেন, কবিড-১৯ প্রধানত ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায়।
সিডিসি জানায়, আক্রান্ত ব্যক্তির কথা বলা, কাশি বা কফ থেকে বের হওয়া ড্রপলেট এর মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। আর এ জন্য একজন ব্যক্তির মধ্যে করোনায় আক্রান্তের লক্ষণ থাকতে হবে এমন কোনো কথা নেই।
তারা জানায়, নার্সিং হোম, জেল, জাহাজ, বড় কারখানা অথবা যেসব জায়গায় অনেক মানুষ থাকে একসঙ্গে- সেখানে এ ভাইরাসের সংক্রমণ বেশি হবে।
মার্চে ওয়াশিংটনে এক ব্যক্তি থেকে ৫২ জনে করোনা ছড়িয়ে যাওয়ার উদাহরণ উল্লেখ করা হয়। ভাইরোলজিস্ট ভিনসেন্ট মুনস্টার বলেন, পত্রিকা বা কুরিয়ারের বাকসের তুলনায় আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংযোগেই এ ভাইরাস বেশি সংক্রমিত হয়।
মুনস্টার এবং তার সহকর্মীরা দেখেছেন যে কাপবোর্ডে এ ভাইরাস ২৪ ঘণ্টা এবং প্লাস্টিকে তা কয়েক দিন জীবিত থাকতে পারে। তবে এ ভাইরাস নতুন কোনো শরীরে সংক্রমিত হতে না পারলে তা কয়েক ঘণ্টাতেই দুর্বল হয়ে পড়ে।
তবে এর আগে চলতি মাসের শুরুতে সিডিসি বলেছিল, কোনো মেঝে বা বস্তুতে যদি কভিড-১৯ এর জন্য দায়ী ভাইরাস থাকে আর তা হাতে ধরে কোনো ব্যক্তি যদি নাকে, মুখে অথবা চোখে হাত দেন তাহলে তিনি আক্রান্ত হতে পারেন।
তবে সিডিসি নতুন এ তথ্য অফিসিয়ালি প্রকাশ করেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ বিষয়ে কিছু বলেনি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট।