সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৪৩ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞায় কষ্ট হলেও উত্তরণের আর কোনো উপায় নেই (ভিডিও)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ঘোষিত ছুটির মধ্যে চলাচলে নিষেধাজ্ঞার কারণে মানুষের সাময়িক কষ্ট হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কষ্ট হলেও এই জায়গা থেকে উত্তরণের জন্য আর কোনো উপায় নেই।’

মঙ্গলবার এক ভিডিও বার্তায় মন্ত্রী এ কথা বলেন। করোনার কারণে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি ঘোষণা করেছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, ‘কোভিড-১৯ (করোনাভাইরাস) আজ ১৯৫টি দেশে আত্মপ্রকাশ করেছে। এটি ভয়ানক সংক্রামক ব্যাধি। এই ভাইরাসটি এত দ্রুত ছড়িয়েছে যেটা আমাদের সবার চিন্তার বাইরে ছিল। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সব ধরনের নিয়মকানুন, বিশেষজ্ঞরা যা বলছেন সেগুলো মেনে চলি তাহলে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাব।’

তিনি বলেন, ‘আমি সবাইকে বলবো- আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। সরকারিভাবে ৪ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা সেই নিষেধাজ্ঞাটি অক্ষরে অক্ষরে পালন করুন। আমরা মনে করি আপনাদের সাময়িক কষ্ট হবে। কষ্ট হলেও এই জায়গা থেকে উত্তরণের জন্য আর কোনো উপায় নেই। আমরা সবাই মিলে একসঙ্গে প্রশাসনকে সহযোগিতা করবো।’

‘যারা বিদেশ থেকে আসছেন, যারা বিদেশে কাজে বিভিন্ন পেশার তাগিদে গেছেন কিংবা কোন ব্যবসার কাজে গেছেন; যারা আসছেন তারা সেলফ কোয়ারেন্টাইন… যেটা আমরা বলছি, আপনারা সেটি রক্ষা করে চলুন। সেই নিয়মটি মেনে চলুন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের যদি অস্বাভাবিক কিছু ধরা পড়ে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আমরা যেকোনো মূল্যে এখান থেকে দেশ ও সবাইকে পরিত্রাণের জন্য কাজ করছি। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আহ্বান করেছেন। আমরা মনে করি সবাই মিলে দেশবাসী ও দেশকে রক্ষার জন্য বিশেষজ্ঞরা যেভাবে বলছেন তা পালন করবো এবং আমরা ঘরে বসে থাকবো যাতে অন্য কেউ আক্রান্ত না হয়।’

আতঙ্কিত নয়, সচেতন হোন || অন্যকে সচেতন করুণ

আতঙ্কিত নয়, সচেতন হোন

Gepostet von lightnewsbd.com am Dienstag, 24. März 2020

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD