পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ হয়।
অধ্যাপক মোহাম্মদ আলী সভাপতিত্বে এবং অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে শিক্ষকদের পরিচিতিপর্ব এবং শিক্ষার্থীদের পরিচিতিপর্বসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, অধ্যাপক মোহাম্মদ আলী, ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক মো. জাকির হোসেন, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. এবিএম মাহবুব মোর্শেদ খান। এ ছাড়াও, উপস্থিতি ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
জ্ঞান অর্জন করে জাতীয় জীবনে অবদান রাখার আহবান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে।