লাইট নিউজ প্রতিবেদক : ফরিদপুরের মধুখালী উপজেলার সাবেক মধুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়োমীলীগের সহ-সভাপতি সরকারি আইনউদ্দীন কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দীন আহমেদের বড় ছেলে মুক্তিযোদ্ধা হাজি আবুল কাশেম দলুমিয়া (৮৪) সোমবার ২৫মে সকাল আনুমানিক সাড়ে ৮টায় ঢাকায় চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে নাতি নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন্। তিনি বেশকিছুদিন লেভার জনিত রোগে ভুগছিলেন।
মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বাদ আছর রইছন্নোছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমের লাশ বনমালিদিয়া পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তাঁর মৃতু্যূতেবাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মো. আব্দুর রহমান. ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন বুলবুল, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান বাচ্চু, পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন , মধুখালী প্রেসক্লাব , বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুখালী উপজেলা শাখা , উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক নেতৃকৃন্দ শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
লাইট নিউজ/এসএমআবা