বৃষ্টিতে জমির সবজি নষ্ট হওয়ায় বগুড়ার পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম। ফলে ক্রেতাদের সবজি কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। রেডজোন চিহ্নিত বগুড়ার হাটবাজারগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। কিন্তু কয়েকদিনের বৃষ্টি বাড়িয়ে দিয়েছে সবজির দাম। চাষি ও ব্যবসায়ীদের দাবি, বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় ফলন কমেছে।
জেলার মহাস্থানগড় পাইকারি হাটে পটল, করলা ও বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ থেকে ৩৫ টাকায়। আর বরবটি, ঝিংগা প্রতি কেজি ২০ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে।
করোনার জন্য হাট থেকে সবজির সরবরাহ কমায় এবং যানবাহন খরচ বেড়ে যাওয়ায় দরের তারতম্য হয়েছে বলে জানিয়েছে পাইকাররা।
বগুড়ায় এবার ১২ হাজার হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। যার মধ্যে গত কয়েক দিনের বৃষ্টিতে প্রায় ৩ হাজার হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে।
লাইট নিউজ