বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বরিশাল মহানগরীতে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে নকল স্যানিটাইজার বিক্রির সময় জব্দ করা হয়। বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড গির্জা মহল্লা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
বরিশালের বাজারে বিভিন্ন ওষুধ কোম্পানির নাম বিকৃত করে বিভিন্ন প্রকার নকল স্যানিটাইজার ও ডিজইনফেক্টেন্ট সামগ্রী অবাধে বিক্রি হচ্ছিল। এই নকল পণ্য বিক্রি প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার নগরীর গির্জা মহল্লা ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসব নকল ওষুধ সামগ্রী বিক্রির অপরাধে ৭ জনকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি অভিযানে সজল জমাদ্দার রাজিব (৩৪) ও মোস্তফা কামাল (৩০) নামক দুজন ব্যক্তিকে একই আইনে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়।
জানা যায়, রাজিব ও কামালই মূলত বরিশালে এসব নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রীর যোগানদাতা। তারা ঢাকা থেকে এসব সামগ্রী কুরিয়ারে কিংবা লঞ্চে পরিবহন করে নিয়ে আসেন। ঢাকার মিটফোর্ড এলাকা থেকে রাকিব (২৫) নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে তারা এ কাজটি করে থাকেন।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
লাইট নিউজ