শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

বার কাউন্সিল পরীক্ষার রি-রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ২৫ সেপ্টেম্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য বন্ধ হচ্ছে নিম্ন আদালত-অনলাইন-রেজিস্ট্রেশন লিংক। এর ফলে ২৫ সেপ্টেম্বরের পরে বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার অনলাইন রি-রেজিস্ট্রেশন করা যাবে না। এ বিষয়ে গত ১৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বার কাউন্সিল সূত্রে এ তথ্য জানা গেছে। কাউন্সিল সূত্রে জানা গেছে, আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলেও ২৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন-বিধিমালা সাপেক্ষে অনলাইনে (bar.teletalk.com.bd) সংশ্লিষ্টদের রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে এবং ২৬ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ডকপি বার কাউন্সিলে যথানিয়মে জমা দিতে হবে।

এর আগে ২০ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরে এক বিজ্ঞপ্তিতে আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণের সময় বাড়িয়ে আগামী শনিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষার চলমান অনলাইন ফরম পূরণ কার্যক্রম নির্ধারিত ওয়েবসাইটে (bar.teletalk.com.bd) ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া আসন্ন এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে, সেসব প্রার্থীর জন্য পিউপিলেজ রেজিস্ট্রেশন লিংক পুনরায় উন্মুক্ত করা হবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD