ডেস্ক রিপোর্ট : বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এমপি ইউনিট।
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সেনাবাহিনী প্রধানের নির্দেশনা মতে এবং সেনাসদর, এজি’র শাখা, পিএস পরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
আর্মি এমপি ইউনিটের সদস্যরা ভাষানটেক এবং মাটিকাটা এলাকার ১০০ দুস্থ পরিবারের মধ্যে ১৯ মে দিনব্যাপী (বাড়ি বাড়ি গিয়ে) খাদ্যসহায়তা দিয়েছে ।
এ ইউনিটের উদ্যোগে তিন ধাপে মোট ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে। ভবিষ্যতে এ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তারা।
লাইট নিউজ