বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০২:০৬ অপরাহ্ন

বিনিয়োগকারীদের নজর এখন ওয়ালটনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২০

দেশের পুঁজিবাজারে গতি আনতে চলতি বছরের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো— বড় ও ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারের তালিকাভুক্ত করা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।

এরই মধ্যে দেশের শীর্ষ ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের নজর এখন ওয়ালটনের দিকে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, ওয়ালটনের তালিকাভুক্তি পুঁজিবাজারে গতি আনবে। এতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলেও বাজার বিশ্লেষকরা মনে করেন।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে দুর্বল কোম্পানির জোগান বেড়েছে। এ কারণে সংকট দেখা দিয়েছে এই খাতে। আর তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ারবাজারের উন্নয়নে কিছু নির্দেশনা দেন। নির্দেশনার মধ্যে রয়েছে- পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো; মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়া; ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর বিনিয়োগ সক্ষমতা বাড়ানো; বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা; দেশীয় বাজারে আস্থা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া; বাজারে মানসম্পন্ন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাড়াতে দেশি-বিদেশি বড়, বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া।

এসব নির্দেশনার মধ্যে ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর সুযোগ দিয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করেছে। ফলে দেশের প্রত্যেকটি সিডিউল ব্যাংক বিশেষ তহবিলের মাধ্যমে দুই শত টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবে। এদিকে, শেয়ারবাজারে আসছে ওয়ালটন। দেশের শীর্ষ ইলেক্ট্রনিক্স এই কোম্পানির তালিকাভুক্তির পর পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যে কারণে বিনিয়োগকারীদের নজর এখন ওয়ালটনের দিকে।

এ সম্পর্কে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি এম এ হাফিজ বলেন, ‘দেশের বাজারে ওয়ালটন সুনাম অর্জন করেছে। দেশীয় এই কোম্পানি দেশের বাইরে ব্যবসা সম্প্রসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়ালটনের পুঁজিবাজারে তালিকাভুক্তিতে বিনিয়োগকারীরা এর সুফল পাবেন বলে আশা করছি।’

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দেশের একটি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বাজারে বিনিয়োগকারীরা একটি ভালো কোম্পানির জন্য দীর্ঘদিন ধরে তাকিয়ে আছে। পুঁজিবাজারে ওয়ালটন তালিকাভুক্তির মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।’

তিনি আরও বলেন, ‘ওয়ালটনের প্রাইস নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীরা বিডিংয়ে অংশ নিয়েছেন। তারা জেনে-বুঝেই প্রাইস দিয়েছেন। একে বিতর্কিত না করে সবার উচিত— প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওয়ালটনের মতো আরও বড় কোম্পানি বাজারে নিয়ে আসা।’

লাইটনিউজ/এসআই

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD