রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক আমন্ত্রণ পাননি আহমেদাবাদে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। হেভিওয়েট ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে বেশ। আমদাবাদের নরেন্দ্রে মোদী স্টেডিয়ামে ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়ামে ফাইনালকে ঘিরে আয়োজনের কমতি রাখেনি বিসিসিআই। ঘরের মাঠে
বিশ্বকাপের ফাইনালে কারা উপস্থিত তা মনে রাখা মুশকিল। বরং কারা নেই সেটা পাওয়া সহজ। সেই অনুপস্থিতির তালিকায় এমনি একজনের নাম, যা হতবাক করেছে ক্রিকেটপ্রেমীদের।

বিশ্ব দরবারে ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে পরিচিতি এনে দিয়েছিলেন যিনি, রবিবার তিনিই উপস্থিত নেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব গ্যালারিতে উপস্থিত থেকে রোহিতদের বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পেলেন না।

আইসিসি অথবা বিসিসিআই, কোনও তরফেই আমন্ত্রণ জানানো হয়নি কপিল দেবকে। এবিপি নিউজের ক্যামেরায় কপিল নিজেই জানালেন সেই কথা। যদিও কপিল দেব অভিভাবকসুলভ উদারতায় বিসিসিআইয়ের সেই ভুল ঢাকার চেষ্টাও করেন। বিশ্বকাপ ফাইনালের আগে সংশ্লিষ্ট নিউজ
চ্যানেলের শোয়ে হাজির ছিলেন কপিল দেব। তার কাছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত না থাকার কারণ জানতে চাওয়া হলে সাবেক ভারত অধিনায়ক বলেন, ‘আপনারা ডেকেছেন, চলে এসেছে। ওরা ডাকেনি, তাই যাইনি। একদম সহজ বিষয়।’

কপিল দেব আরও বলেন, ‘আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩ এর গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো। তবে এত কাজ, লোকজনের উপর এত দায়িত্ব রয়েছে, ব্যস্ততায় মাঝে মাঝে এমন ভুল হয়েই যায়।’

কপিল দেব আমন্ত্রণ পাননি, তবে ব্রডকাস্টারদের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপ ফাইনালের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির ১৯৮৩ এর বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য। রবিবার শাস্ত্রী, শ্রীকান্ত, গাভাসকররা ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD