ঢাকা মেডিকেল কলেজের সামনে পিঠা বিক্রি করেন মোহাম্মদ হান্নান (৫০)। দুই ছেলেও ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করে ঢামেকেরই আশপাশে। কিন্তু দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে বন্ধ হয়ে যায় বাবা-ছেলেদের বেচাবিক্রি। উপার্জন হারিয়ে যখন না খেয়ে থাকার জোগাড় তখন মরার ওপর খাড়ার ঘায়ের মতো বাড়িওয়ালা বারবার ভাড়া চাইলে লাগল। এক পর্যায়ে বাবা-ছেলেকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে বাড়িওয়ালা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুরান ঢাকার হোসনী দালানের শিয়া গলিতে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ হান্নান ও তার দুই ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত বাড়িওয়ালা রাজু আহমেদ ও তার ভাতিজা সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, গত ৫ বছর ধরে রাজু আহমেদের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন মোহাম্মদ হান্নান ও তার পরিবার। ভাড়া দিতে কখনো কোনো সমস্যা করেননি। কিন্তু করোনাভাইরাসের কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় গত ৩ মাস ভাড়া দিতে পারেননি। ভাড়াটিয়া মোহাম্মদ হান্নান পরে দেবেন বলে অনেক অনুরোধ করলেও তা মানেননি বাড়িওয়ালা। একপর্যায়ে ভাতিজাকে নিয়ে হান্নান ও তার পরিবারের ওপর চড়াও হন।
ইলিয়াস হোসেন আরো বলেন, আহতের চিকিৎসার সম্পূর্ণ ব্যায়ভার পুলিশ কাঁধে তুলে নিয়েছে পুলিশ। ওদিকে মামলা করা হয়েছে বাড়িওয়ালা রাজু আহমেদ ও তার ভাতিজার বিরুদ্ধে। আজ (বুধবার) তাদেরকে আদালতে পাঠানো হবে।
লাইট নিউজ