বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর জুয়াড়িদের হামলা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। এই ঘটনায় পুলিশের ৬ কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর চরভাবখালী গ্রামে এই ঘটনা ঘটে।

ভাংনামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইজ্জত আলী বলেন, ‘সম্প্রতি চর ভবানীপুর ও উজান কাশিয়ারচরের লোকজনের মধ্যে বালু তোলা নিয়ে সমস্যা চলছিল। ঘটনার দিন রাতে পুলিশ আসলে চর ভবানীপুরের লোকজন উজান কাশিয়ারচরের লোকজন ভেবে পুলিশের ওপর হামলা চালায়।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘বৃহস্পতিবার রাতে পোগন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওয়ারেন্টভুক্ত এক আসামী চর ভবানীপুর এলাকায় বসে জুয়া খেলছে। তাকে গ্রেপ্তারে থানার ৬ জন কর্মকর্তাকে নিয়ে অভিযান চালানো হয়। এসময় জুয়াড়িরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘হামলার ঘটনায় তিন এসআই ও তিন এএসআই আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD