মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের গাড়িতে সন্ত্রাসীরা গুলি করেছে। এসময় ২ র্যাব সদস্য গুলিবিদ্ধ হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত দেড়টায় র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক আনম ইমরান খান এ বিষয়ে বলেন, ‘বুধবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে রওনা হয়েছে র্যাব সদর দপ্তরের ফরেনসিক দল।’
তবে মানিকগঞ্জের কোথায় এ ঘটনা ঘটেছে তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করেনি সংস্থাটি।