চট্টগ্রামের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে মায়ের সঙ্গে অভিমান করে আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৪ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে৷ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান৷
আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) নাছিরাবাদ গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। আইস ফ্যাক্টরি রোডে ডিএম টাওয়ারে পরিবারের সঙ্গে থাকত সে।
পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান বলেন, শ্রেয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বজনরা জানিয়েছেন, শ্রেয়া মায়ের কাছে হেডফোন চায়। কিন্তু তার মা দিতে রাজি না হওয়ায় মায়ের ওপর অভিমান করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে রোববার রাত সাড়ে এগারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।