রাজধানীর কাজীপাড়া এলাকায় মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় এখনো কোনো ভবন শনাক্ত করা যায়নি। এছাড়া কোন ভবন থেকে ঢিল মারা হয়েছে সে সংক্রান্ত সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে পৌঁছায়নি বলে জানা গেছে।
শনিবার (৬ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেলের ঢিল মারার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির কাফরুল থানা পরিদর্শক (অপারেশন) আবুল বাতেন।
তিনি বলেন, কোন ভবন থেকে মেট্রোরেল ঢিল ছোড়া হয়েছে সেই ভবন এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া এ কাজে কে বা কারা জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। ভবন ও জড়িতদের শনাক্ত করা গেলে জানানো হবে।
ভবন শনাক্ত সংক্রান্ত কোনো ভিডিও মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবন শনাক্ত সংক্রান্ত কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এ ধরনের কোনো সিসিটিভি ফুটেজ আমাদের কেউ দেয়নি।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কোন ভবন থেকে মেট্রোরেলের জানলায় ঢিল ছোড়া হয়েছে সেটা শনাক্ত করা যায়নি। আমরা তদন্ত করছি। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেন, ঢিল কোন ভবন থেকে ছোড়া হয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি নির্দিষ্ট একটি এলাকা থেকে ঢিল ছোড়া হয়ে থাকতে পারে। ওই এলাকার কিছু ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়ার হয়ে থাকতে পারে বলে জানিয়েছি। ট্রেনের বাইরে যে সিসিটিভি থাকে সেগুলোর ফুটেজ পুলিশকে দিয়েছি। এখন পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে ভবন কিংবা জড়িতদের শনাক্ত করবে।