বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মৌচাকে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার পর এ ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
তিনি বলেন, রাতে মৌচাক এলাকায় একটি ককটেল বিস্ফোরিত করে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে তথ্য নেই। এছাড়া কাউকে আটকও করা হয়নি এখন পর্যন্ত।
এদিকে গতকাল রোববার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে রিয়াজ নামে এক যুবলীগকর্মী আহত হন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, রাত ৯টা ৪০ মিনিটে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এ ঘটনায় র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।