নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে এবং নিষ্ক্রিয় করতে সক্ষম এমন একটি নতুন ধরনের মাস্ক আবিষ্কার করেছে সুইজারল্যান্ডের একটি গবেষণা প্রতিষ্ঠান। ৬৫ হাজারের বেশি পরীক্ষা-নিরীক্ষার পরে একশোর বেশি পেটেন্ট ফাইল করে এটি বাজারে ছেড়েছে লিভিংগার্ড টেকনোলজিস নামের গবেষণা সংস্থাটি। তাদের দাবি, করোনাভাইরাস সার্স কভ-২কেও এই মাস্ক ৯৯.৯৯ শতাংশ নিষ্ক্রিয় করবে।
শুধু সুইজারল্যান্ডে নয়, জার্মানি, আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ আফ্রিকা ও ভারতেও কাজ করে এই সংস্থা। এ সবগুলো দেশেই পাওয়া যাচ্ছে তাদের এই মাস্ক।
জানা গেছে, সমস্ত কাউন্টার অথবা খোলা বাজারে যেসব মাস্ক সাধারণত পাওয়া যাচ্ছে, সে সবই প্রতিরোধমূলক। তবে লিভিংগার্ডের এই বিশেষ মাস্ক শুধু প্রতিরোধমূলক নয়, নিরাপত্তামূলকও। এটি ব্যবহারকীকে তো রক্ষা করেই সংক্রমণ থেকে, সেসঙ্গে কাছাকাছি থাকা সকলকেও উপকৃত করে।
লিভিংগার্ডের গবেষক প্রফেসর উয়ি রোজলার বলেন, এই মাস্কের কাপড়টিই আলাদা, যা ভাইরাস নিষ্ক্রিয় করে প্রশ্বাসকে আরও নিরাপদ করে তোলে।
লিভিংগার্ড মাস্ক তৈরি হয়েছে তিনটি স্তরে, যা সুরক্ষার পাঁচটি স্তর প্রদান করে। সেসঙ্গে এই ফেব্রিকটি গন্ধহীন এবং ধোয়ার পরে দ্রুত শুকানো যায়। এটি নরম এবং সম্প্রসারণশীলও বটে। ফলে নাক ও মুখের জন্য আরামদায়ক। প্রতিটি মাস্কের দাম দুই হাজার টাকারও বেশি।