খুব শিগগিরই ত্রিপুরার আগরতলা থেকে ঢাকা এবং চট্টগ্রামে সরাসরি ফ্লাইট চালু হবে। শনিবার (১৫ জানুয়ারি) এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) ফ্লাইট চালু বিষয়টি ঘোষণা করেছে।
এএআই কর্মকর্তারা জানিয়েছেন, আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর থেকে গুয়াহাটি ভায়া ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি ব্যাংককে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে।
বিমান পরিষেবায় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের পরে ত্রিপুরার এমবিবি বিমানবন্দরটি এখন উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।
গত ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমবিবি বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন।