রবিবার সাহারা খাতুনের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান।
মজিবুর রহমান বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, আগামীকাল সোমবারও আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে ওনাকে। শারীরিক অবস্থা এভাবে উন্নতির দিকে গেলে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার তাকে কেবিনে স্থানান্তর করা হবে।’
প্রসঙ্গত, জ্বর, অ্যালার্জিসহ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন দিবাগত রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।