চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার সলিমপুর বাংলাবাজার ও সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মনির চৌধুরী (৩৯) ও জিয়াউর রহমান (৪০)। তবে জিয়াউর রহমানের বাড়ির ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস মোড়ে কাভার্ডভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হন মনির। আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে।
একই সময়ে সলিমপুর বাংলাবাজার মোড়ে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষ হয়। এসময় জিয়াউর রহমান নামের একজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জাগো নিউজকে জানান, সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।