সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে সতর্ক করে দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়শন (আইএটিএ) বলছে, সংস্থাটি কয়েক বিলিয়ন ডলারের লোকসান গুণতে যাচ্ছেন। এর কারণে বৃহৎ এই কোম্পানির প্রায় আড়াই লাখ কর্মী চাকরি হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইএটিএ ইতোমধ্যে সৌদি সরকারকে এই সেক্টরে অর্থ দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। সেইসঙ্গে এই সেক্টর থেকে কর আদায় বন্ধ করতেও তারা আহ্বান জানিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে গোটা বিশ্বেই এই খাত মুখ থুবড়ে পড়েছে। দেশগুলো আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয়েছে। বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো লোকসানের কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে।
এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক বিমানসেবা এতিহাদ এয়ারওয়েজ তাদের কিছু কর্মী ছাঁটাই করেছে এবং ভবিষ্যতে আরো ছাঁটাই হতে পারে বলে সবাইকে সাবধান করে দিয়েছে।
বিশ্বব্যাপী সব আন্তর্জাতিক বিমান সেবাই বন্ধ আছে এখন। কবে শুরু হবে সে বিষয়ে সঠিকভাবে কেউ বলতে পারছে না।
গোটা বিশ্বে মরণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে তিন লাখের বেশি।
এর আগে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ এয়ার ওয়েজ।
লাইট নিউজ