রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

স্টেশনে হঠাৎ কুলিবেশে রাহুল গান্ধী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

কুলির পোশাকে দিল্লির আনন্দবিহার স্টেশনে রাহুল গান্ধী। হাতে কুলিদের নির্ধারিত ব্যাজ, পরনে লাল শার্টে রাহুল এদিন সকলের নজর কেড়েছেন।

এখানেই শেষ নয়, মাথায় আকাশি রঙের একটি স্যুটকেসকে তুলে নিতেও দেখা যায় তাকে। আর সেই দৃশ্য দেখে জনতার মধ্যে থেকে রব ওঠে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’।

মূলত, এলাকায় কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কুলিরা তা জানতেই রাহুলের এই উদ্যোগ। খবর এনডিটিভির।

এর আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে রাহুলের সঙ্গে দেখা করতে চান কুলিরা। তাদের আগ্রহ দেখেই বৃহস্পতিবার আনন্দবিহার স্টেশনে কুলির পোশাকে পৌঁছে চমক দেন রাহুল। শুনলেন স্টেশনের কুলিদের অভাব-অভিযোগের কথা।

ভারত জোড়ো যাত্রা চলছে বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস।

কংগ্রেসের বিবৃতিতে বলা হয়েছে, আনন্দবিহার রেল স্টেশনে রাহুল গিয়েছিলেন সেখানের স্থানীয় মাল সরবরাহকারী কুলি ও কর্মীদের সঙ্গে কথা বলতে। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা চলে রাহুলের।

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD