ভারতে সড়ক দুর্ঘটনায় এক অভিনেত্রীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার বিকেলে কর্নাটকের দেভিয়ালিতে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কর্নাটকের টেলিভিশন অভিনেত্রী মেবিয়েনা মাইকেলের। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২২ বছর।
জানা গেছে, মাদিকেরি থেকে বাড়িতে ফিরছিলেন মেবিয়েনা। ওই সময় আচমকাই তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে একটি ট্রাক্টর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেবিয়েনার।
উল্লেখ্য, রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে উত্থান হয় কর্নাটকের এই অভিনেত্রীর। ওই রিয়েলিটি শো-এর পর থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন মেবিয়েনা।
লাইট নিউজ/আই