শেয়ারের দাম কমার ক্ষেত্রে দেশের শেয়ারবাজারে নতুন সার্কিট ব্রেকার চালু হয়েছে। এতে বৃহস্পতিবার (১৯ মার্চ) লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের প্রথম ১০ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৮৯ পয়েন্ট বেড়ে গেছে।
নতুন সার্কিট ব্রেকার নির্ধারণ নিয়ে আজ লেনদেনের শুরুতে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে তিন দফা পেছানো হয় লেনদেন শুরুর সময়। অবশ্য নতুন সার্কিট ব্রেকার নির্ধারণ করে দুপুর ২টায় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। যা চলবে আড়াইটা পর্যন্ত।
নতুন সার্কিট ব্রেকারের নিয়ম অনুযায়ী, কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হবে শেষ পাঁচ কার্যদিবসের ক্লোজিং প্রাইসের গড় মূল্য দিয়ে। এর নিচে কোনো কোম্পানির শেয়ার দাম নামতে পারবে না। তবে দাম বাড়ার সীমা আগের মতোই থাকবে।
নতুন এই নিয়মে লেনদেন শুরু হলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে যায়। আর ১০ মিনিটে সূচকটি বেড়েছে ২৮৯ পয়েন্ট।
এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নেয়া ৮৮টির প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৬টির। আর ১১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ টাকা।