করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন।এমন পরিস্থিতিতে ঘরবন্দি গোটা দেশের মানুষ।
এতে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির খেটেখাওয়া ও নিন্ম আয়ের শ্রমিকরা। আর তাদের এই ক্রান্তিলগ্নে এগিয়ে এলেন বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চন।
জিনিউজের প্রতিবেদন বলছে, ভারতের ১ লক্ষ শ্রমিক পরিবারের মাসিক রেশনের দায়িত্ব নিলেন বিগ বি। অর্থাৎ এতে করে গোটা দেশের ১ লক্ষ শ্রমিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন অমিতাভ। জানা যাচ্ছে, একটি টেলিভিশন সংস্থা এবং একটি জুয়েলারি সংস্থার তরফে অমিতাভকে এই উদ্যোগে সাহায্য করা হবে।
শুধু অমিতাভই প্রথম নয়, এর আগে শুটিং সেটের শ্রমিকদের মুখে খাবার দেওয়ার দায়িত্ব নেন সালমান খান। এছাড়া করোনায় আক্রান্তদের সাহায্যের জন্য ২৫ কোটি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। শাহরুখ খানও প্রতি পদে সাহায্য করছেন এই কঠিন সময়ে। এমনকী, আপতকালীন অবস্থা সামাল দেওয়ার শাহরুখ-গৌরী দম্পতি নিজের ৪ তলা অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার বানানোর অনুমতি দেন ।সবকিছু মিলিয়ে, দেশের সঙ্কটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মানবিক মুখ নিয়ে হাজির হচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকারা। লাইট/এএইচ