দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে তৃণমূল বিএনপি। ২ দিনে তৃণমূল বিএনপির ফরম নিয়েছেন মোট ৮৪ জন প্রার্থী
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।
তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইংয়ের চিফ সালাম মাহমুদ বলেন, আজ তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমশের মুবিন চৌধুরীসহ ৪৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল ৩৭ জন এবং আজ ৪৭ জন, সর্বমোট ৮৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
তিনি আরও বলেন, অনেক প্রসিদ্ধ রাজনৈতিক দল আছে, যাদের নিবন্ধন নেই। তারা আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবেন। প্রগতিশীল ইসলামিক জোট, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রার্থীরা মনোনয়ন ফরম নিয়েছেন।