পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে পায়রা সমুদ্রবন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরো একটি জাহাজ। রবিবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে নোঙর করে জাহাজটি।
পায়রা বন্দরের ৭৫ কিলোমিটারের রাবনাবাদ চ্যানেলের গভীরতা ১০ মিটারের অধিক থাকায় মাদার ভেসেলটি বন্দরের প্রথম জেটিতে নোঙর করে। তাপবিদ্যুৎ কেন্দ্রের চ্যানেলের গভীরতা নয় মিটারের কাছাকাছি হওয়ায় মাদার ভেসেল সরাসরি বিসিপিসিএলের জেটিতে ভিড়তে পারে না।
সে কারণে মাদার ভেসেল থেকে পাঁচ হাজার মেট্রিক টন কয়লা লাইটার জাহাজযোগে খালাস করে কেন্দ্রের জেটিতে নিয়ে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়। কয়লা খালাস শেষে সন্ধ্যার পর মাদার ভেসেলটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান। তিনি বলেন, এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমভি পাভো ব্রেইভ মাদার ভেসেলটি কয়লা নিয়ে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা করে।
শনিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙরে আসে। ২০ দিন বন্ধ থাকার পর চলতি বছরের গত ২২ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামে একটি জাহাজ বন্দরে ভেড়ে। এরপর ২৫ জুন থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি।