বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

ন্যাটোতে যোগ দেওয়া ‘ভুল’ হবে, ফিনল্যান্ডকে রাশিয়ার হুঁশিয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডকে সতর্ক করে বলেছেন, নিরপেক্ষ ভূমিকা ছেড়ে ন্যাটোয় যোগ দিলে ফিনল্যান্ড বড় ‘ভুল করবে’।

শনিবার (১৪ মে) পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে এক ফোনালাপে বলেন, ফিনল্যান্ডের নিরাপত্তার ওপর কোন হুমকি নেই। খবর বিবিসির।

এদিকে, ইউক্রেনে রুশ অভিযানের ফলে সুইডেনও ন্যাটো জোটের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ ১ হাজার ৩০০ কিলোমিটার (৮১০ মাইল) সীমান্ত রয়েছে। এখন পর্যন্ত, দেশটি তার পূর্ব প্রতিবেশী রাশিয়ার সাথে বিরোধিতা এড়াতে ন্যাটোর থেকে দূরে থেকেছে।

যদিও পুতিন ফিনল্যান্ডের পদক্ষেপের বিষয়ে নির্দিষ্ট কোনো হুমকি দেননি তবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে শক্ত প্রতিউত্তর দেওয়া হবে।

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার রাশিয়ার সিদ্ধান্তকে প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD