বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
খালিদ আহসান

“চিরপ্রস্তুতি”

খালিদ আহসান
=================

মৃত্যু কড়া নাড়ে প্রতিদিন প্রতিক্ষণে,
দরজায় না, সবখানে।
আজরাইলের পদধ্বনি
অন্যের নাকে-মুখে !
অবিশ্বাস নিজ হাতে
অদৃশ্যের নিরুপায়ে
আকাশের দিকে চেয়ে
আল্লাহ’র নাম জ্বপে।

তাও ভাল, করোনায়
প্রস্তুতি নেয়া যায়।
মৃত্যুর আগে, কখনো কি ভেবে
মানুষ নিয়েছে বিদায়?
করোনা দেখিয়েছে
বুঝিয়েছে; অদৃশ্যের শক্তিতে
মানুষ কতটা নিরুপায়।

আসবে নতুন সময়
হাসবে পৃথিবী
শুরু হবে রোজগার,
মানুষ ভুলবে সবই
করোনার হাহাকার।
তখনও থাকবে মরণ
ভেনিসে আর ঢাকায়
মানুষ মাতবে তবু; ভাববে
কোথায় কি হয়েছে কবে কার!

আবারও আসিবে যখন
মানুষ বুঝিবে তখন
চারদিকে শুরু হবে শোরগোল
পৃথিবী নিস্তব্ধ, অসহায়
উহানের মৃত্যু ভাসাবে ঢাকায়।

 

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD