সোমবার, ১৬ জুন ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

অধিনায়কত্ব নিয়ে লিটন বললেন, ‘চাপের কিছু নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাময়িক দায়িত্ব পেয়েই অধিনায়ক লিটন মুগ্ধ করেছিলেন সবাইকে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েই গিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বেশ লম্বা সময় ধরেই থাকবেন জাতীয় দলের নেতৃত্বে। তবে এ নিয়ে মোটেও চাপ দেখছেন না তিনি।

আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন লিটন দাস। সেখানে প্রতিক্রিয়া জানান নিজের অধিনায়কত্ব নিয়ে।

লিটন বলছিলেন, ‘চাপের কিছু নেই। আমি যখন অধিনায়ক ছিলাম না তখনও পারফরম্যান্স খারাপ ছিল, এমন না যে এখনও খারাপ হবে। এটা (অধিনায়কত্ব) একটা প্লাস পয়েন্ট হতেই পারে। আমি বিশ্বাস করি, যারা ইতিবাচকভাবে চিন্তা করে, তাতক্ষণিকভাবে ১-২ দিন ব্যর্থ হলেও ফলাফল আসে। আমি ওই জায়গায় আছি। আমি ইতিবাচকভাবে চিন্তা করছি যেন ফলাফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।’

নিজের পরিকল্পনা নিয়ে লিটন জানান, ‘আগের যত প্ল্যানিং ছিল সেটা তাৎক্ষণিক সেই সিরিজের জন্য। যেহেতু এখন লং টাইমের জন্য সুযোগ এসেছে, আমার চিন্তাগুলো এখন ভবিষ্যতকেন্দ্রিক হবে। এখন আমি জানি আমার এতদিন পর্যন্ত একটা লক্ষ্য আছে। অবশ্যই সিরিজের বিষয়টা এখনও থাকবে কিন্তু ভবিষ্যতের বিষয়টাও মাথায় থাকবে।’

দলের উন্নতির জন্যই তাগিদ দিয়ে রাখলেন লিটন, ‘বাংলাদেশ দল এগিয়ে যেতে হলে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে ক্রিকেটারদের। আমরা ভালো খেললেই দল আগাবে। প্রথমত আমাদের খেলোয়াড়দের সবার নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। যতটা বিসিবির সাথে আমি যোগাযোগ করব, তার চেয়ে বেশি করব খেলোয়াড়দের সাথে- তাদের চাওয়া কী, কোন জায়গায় উন্নতি করতে হবে। আমি তো কেবল আসলাম, যত সময় যাবে তত আমি বিষয়টার সাথে অভ্যস্ত হতে পারব।’

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD